এবার ৫৮ কোটি টাকা দরে জিপি-রবি-

১৫ জুলাই, ২০২৪ ২৩:৩০  

প্রস্তবনা অনুযায়ী, ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকা দুই মোবাইল অপারেটরকে ৫৮ কোটি টাকা দরে মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে গ্রামীণফোন (জিপি) ২০ মেগাহার্টজ ও রবি পাচ্ছে ২০ মেগাহার্টজ তরঙ্গ। সেই হিসেবে উভয় অপারেটরকেই নতুন করে তরঙ্গ কিনতে গুনতে হবে এক হাজার ১৬০ কোটি টাকা। আর দুই অপারেটর তরঙ্গ কেনার পর বিটিআরসি’র রাজস্ব আয় হবে দুই হাজার ৩২০ কোটি টাকা।

অপারেটর দুটির সেবার মান বাড়াতে এই অতিরিক্ত তরঙ্গ বরাদ্দ দেয়ার কথা নিশ্চিত করেছেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের অপেক্ষায় থাকা ২০২২ সালের তরঙ্গ নিলামের গাইডলাইন অনুযায়ী এই তরঙ্গ বিক্রি করে দেশের রাজস্ব আয় বাড়বে। প্রথমে ১৫ বছরের জন্য এই তরঙ্গ বরাদ্দ দেয়া হবে। বরাদ্দের পর শুরুতে ১০ শতাংশ দাম পরিশোধের পর বাকি অর্থ ৯টি সমান কিস্তিতে ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পরিশোধ করা যাবে।

অবশ্য বার্ষিক তরঙ্গ মূল্য প্রথম বছরে দিতে হবে না। দ্বিতীয় বছর হতে নিয়মানুযায়ী পরিশোধ করতে হবে।

এর আগে ২০২২ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত তরঙ্গ নিলাম অনুষ্ঠানে  গ্রামীণফোন ও রবি ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে সমান ৬০ মেগাহার্টজ করে তরঙ্গ কিনেছিল। এরপর আরো তরঙ্গ চেয়ে বিটিআরসি-তে আবেদন করে দুই অপারেটরই। কিন্তু ডলার সঙ্কটের কারণে তারা মূল্যপরিশোধের বিষয়ে ডলারের পরিবর্তে টাকা দেয়ার শর্ত দেয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ ডলার মূল্য ছিল ৮৬ দশমিক ১৪ টাকা। সেই হিসেবে তখন প্রতি মেগাহার্টজ তরঙ্গ ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারে কিনেছিলো অপারেটরগুলো। এরপর ডলারের পরিবর্তে টাকায় কেনার প্রস্তাব নিয়ে আলোচনা শেষে প্রতি মেগাহার্জ তরঙ্গের দাম ৫৮ কোটি টাকায় চূড়ান্ত করেছে বিটিআরসি।